বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্ন পূরণ হলো না হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই যুবকের। কুমিল্লায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের দুই নির্মাণ শ্রমিক মো. তারেক মিয়া (২৫) ও মো. বেলাল আহমেদ (২৮)।
শনিবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত দুই যুবকই ছিলেন এক সন্তানের জনক। তারেক মিয়া দরবেশপুর গ্রামের মো. কনা মিয়ার ছেলে, আর বেলাল আহমেদ একই গ্রামের মৃত ইয়াকুব মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তারা। ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার পথে মালবোঝাই একটি পিকআপ ভ্যানে করে ১০ জন শ্রমিক একসঙ্গে ফিরছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির যানবাহন বিপরীত দিক থেকে এসে তাদের বহনকারী পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তারেক ও বেলাল নিহত হন।
এ দুর্ঘটনায় আরও ৭-৮ জন শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
কুমিল্লা হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। প্রথমে নিহতদের পরিচয় নিশ্চিত করা না গেলেও পরবর্তীতে পুলিশ লাশ শনাক্ত করে নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের স্বজনদের খবর দেয়।
রবিবার (১ জুন) রাত ৮টায় নিহতদের লাশ নিজ গ্রামে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। পরে রাত ৯টায় সহস্রাধিক শোকাহত মানুষের অংশগ্রহণে তাদের পারিবারিক কবরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
নিহত তারেক মিয়ার রয়েছে দুই বছরের কন্যা সন্তান এবং বেলাল আহমেদের রয়েছে ১৮ মাস বয়সী একমাত্র কন্যা সন্তান। দুই পরিবারের জীবনে নেমে এসেছে অপূরণীয় শোক ও অসহায়তা।
এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া। ঈদের আনন্দ রূপ নিয়েছে কান্নায়।
Leave a Reply