শুক্রবার( ০৯ মে) সকাল প্রায় ৭টা থেকে ৮ টার মধ্যবর্তী সময়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বড় ভাকৈর গ্রামের জামাল মিয়া ও রুবিনা বেগম গত প্রায় এক মাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি উভয়েরই দ্বিতীয় বিবাহ ছিল। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন।
সকাল ৭ টায় জামাল মিয়া ঘুম থেকে উঠে বাইরে যান। পরবর্তী সময়ে, আনুমানিক ৮ টায় ঘরে ফিরে এসে তিনি দেখেন তার স্ত্রী ঘরের ছাদের লিংটারের রডে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। সাথে সাথেই চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিক ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় বাসিন্দা জানান, “বিয়ের পর থেকে ওদের সংসারে কোনো বড় ঝামেলা দেখিনি। রুবিনা কিছুটা চুপচাপ প্রকৃতির ছিলেন। হঠাৎ এমন মৃত্যু মানা যায় না।
এসআই কৌশিক মল্লিক,সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে এটি আত্মহত্যা না অন্য কিছু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply