নোয়াখালী:: গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল ২৬ জুলাই গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ব্রীজের গোড়ার দক্ষিণ পাশে প্রজেক্টের মুখে কাঁচা রাস্তা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ব্রীজের গোড়ার দক্ষিণ পাশে হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আব্দুল মান্নান (১৮), পিতা- নুর মোহাম্মদ, সাং-আমানউল্লাহপুর, ১ নং ওয়ার্ড (নর বাড়ি), ২। মোঃ আব্দুল বাতেন (১৮), পিতা- মোঃ নুরুজ্জামান, রামচন্দ্রপুর (নতুন তলপসীম বাড়ি), আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী ১। মোঃ আব্দুল মান্নান (১৮) ও ২। মোঃ আব্দুল বাতেন (১৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুদ্ধ জনগন কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। এসকল সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তাদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও ইয়াবা পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply