বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি:- গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪র্থ তলা একটি নতুন একাডেমি ভবন উদ্ভোধন করা হয়। এতে ফিতা কেটে উদ্ভোধন করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। পরে অতিথিরা ভবনটি পরিদর্শন করেন। এতে মোনাজাত করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলাওর হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাতা সদস্য এম এ আহমদ আজাদ, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমান, অত্র প্রতিষ্ঠানের অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শাহীন আক্তার, সহকারী অধ্যাপক ফাতেমা মোতাবেক তালুকদার, সহকারী অধ্যাপক ফজলুল হক, সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, ইউপি সদস্য সুজন মিয়া, দিলশাদ আহমদ, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আতাউর রহমান, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক, অভিভাবক হাজী সানুর মিয়া, সদস্য সচীব আব্দুর রহিম, আব্দুল হাফিজ সেকেল, জলিল মিয়া, আব্দুল রকিব, আব্দুল জব্বার, নিখিল ধর, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমুখ।
Leave a Reply