নবীগঞ্জ প্রতিনিধি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি আজ রোববার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামে আসছেন। তিনি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নবীগঞ্জে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নবীগঞ্জ নতুন বাজার থেকে বদরদি পর্যন্ত গেইট ও ফেস্টুনে ছেয়ে গেছে। গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, দাইমুদ্দিন এতিমখানা ও বদরদি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি যুক্তরাজ্য লেবার পার্টি নেতা ফয়ছল হোসেন চৌধুরী এমবিই, বাউসা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক দাইমুদ্দিন এতিমখানা ও বদরদি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, গ্রামের বিশিষ্ঠ মুরুব্বীয়ান ও বদরদি সম্মিলিত যুব সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে।
Leave a Reply