হবিগঞ্জ প্রতিনিধি ॥ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বানিয়াচঙ্গের সুবিদপুর ইউনিয়নের খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় আতুকুড়া ও আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে উভয় স্কুলের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানগুলোতে অংশ নেন খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মিয়া, আতুকুড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, সিরাজুল ইসলাম খান, সামছুল হক আখনজী, নজরুল ইসলাম, কাজল আখনজী, এনামুল হক আখনজী, সাংবাদিক এসএম সুরুজ আলী, সুমন মিয়া আখনজী, মহিবুর রহমান, শিক্ষকদের মধ্যে অংশ গ্রহন করেন আতুকুড়া প্রাইমারী স্কুলের সিনিয়র সহকারি শিক্ষিকা মেহেরুনেছা বেগম, শেখ সাজেদা আক্তার, লিপিকা রানী রায়, বৃষ্টি রানী চৌধুরী, সাইফুল ইসলাম খান, বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুপ্রাল চৌধুরী, সফিকুল ইসলাম, শাহনাজ আক্তার, রোজিনা আক্তার, রিমা খানম প্রমূখ।
Leave a Reply