-
- ধর্মকথা
- আনমনু গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হেকিমের মৃৃৃৃত্যুতে শোক সভা
- আপডেট টাইম : August, 4, 2020, 7:15 pm
- 359 বার
আশাহীদ আলী আশা:: নবীগঞ্জ পৌর এলাকা আনমনু গ্রামের বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার আব্দুল হেকিম সাহেবের মৃত্যুতে আনমনু শাপলা যুব সংঘের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাদ আছর আনমনু জামে-মসজিদে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত শোক সভায় উপস্থিত থেকে বিশেষ মোনাজাত করেন নবীগঞ্জের বিশিষ্ট আলিম হযরত মাওলানা নুরুল হক সাহেব। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, আনমনু জামে-মসজিদের ইমাম মোজ্জামিল হক, মরহুম আব্দুল হেকিম সাহেবের সন্তান হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, আনমনু জামে-মসজিদের মোতওয়ালী ধনাই মিয়া, আঃ সাত্তার, গনি মিয়া, জুনু মিয়া, সাজাহান মিয়া, আব্দুল মুমিন, মোওলানা এমদাদুল হক, মিরজাহান মিয়া, আঃ কদ্দুছ, জহিরুল ইসলাম সোহেল, সফিকুল ইসলাম জুনেদ, কুতুব উদ্দিন মাখন, আব্দুল মন্নান, সুহেদ মিয়া, সাইফুর রহমান বাবু, মোঃ আলাল মিয়া, কদই মিয়া, মুহন মিয়া, মোঃ নোমান মিয়া, শিশির আহমেদ, সুহেব আহমেদ, মছবীর মিয়া, রিপন মিয়া,মোঃ অন্তু, সজিব আহমেদ, মহসিন মিয়া, নিটু মিয়া, মোঃ জসিম, ফেরদুস মিয়া, জাহিদ মিয়া, ছাইম উদ্দিন, মানন্না প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply