এসটিভি ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সোমবার বিকেল ৩টা ৫৩ মিনিটের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সম্মানিত হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকাবাসী আমার প্রাণ প্রিয় সংগঠন ও এর অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ,সাংবাদিবৃন্দ ‘আমি আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ নই। আমার সমর্থকেরা আমার জন্য মনোনয়ন তুলেছেন বিকল্প প্রার্থী হিসেবে। আমি কখনোই আমার প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগ ও নৌকা মার্কার বিরুদ্ধে প্রার্থী নই।’
হবিগঞ্জ-১ আসনে এখনও মহাজোটের প্রার্থীতা চূড়ান্ত হয়নি; মহাজোটের প্রার্থী চূড়ান্ত হলেই তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেও স্ট্যাটাটে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, হলফনামায় স্বাক্ষর না থাকায় ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে জমা দেওয়া তার মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যদিও এখন পর্যন্ত তিনি আপিল করেননি।
Leave a Reply