হবিগঞ্জ প্রতিনিধি ॥ সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি আল আমওয়াজ গ্রুপ অব কোম্পানির পরিচালক, বিশিষ্ট দানবীর, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগর গ্রামের কৃতি সন্তান রাখাল কুমার গোপ (সিআইপি) এর আশু রোগ মুক্তি কামনায় বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ইউনিয়নের মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে। গতকাল বাদ জুম্মা মৌলভীবাজার জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামের (কচুয়ার আব্দার) কৃতি সন্তান জ্যোতিময় দাশ জ্যোতির উদ্যোগে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে তার উদ্যোগে মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। বিশেষ করে মক্রমপুর পূর্বহাটি, পূর্বদক্ষিণপাড়া, নোয়াবাড়ি, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, হিয়ালা শাহজালাল (রঃ), সুলতানপুর, সুলতান পুরাতন, কচুয়ার আব্দা রোড, হিয়ালা রোড, হিয়ালা সাহেববাড়ি মসজিদ, হিয়ালা হাফিজিয়া মাদ্রাসা, হিয়ালা মক্তবে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এসব মসজিদগুলো রাখাল কুমার গোপের সুস্থতা ও তার দীর্ঘায়ূ কামনা করা হয়। এছাড়াও আরো বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া করা হয়। পাশাপাশি রাখাল কুমার গোপের সুস্থতা কামনায় করে হিয়ালা কচুয়ার আব্দা পশ্চিম পাড়া, কচুয়ার আব্দাপূর্ব পাড়াসহ বিভিন্ন মন্দিরে গীতাপাঠ বিশেষ প্রার্থনা করা হয়। কৃষকলীগ নেতা জ্যোতিময় দাশ জ্যোতি জানান, আওয়ামীলীগ নেতা রাখাল কুমার গোপ একজন উদার মনে মানুষ। তিনি প্রবাসে থেকে দলকে সুসংগঠিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান দিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও আর্থিক সহযোগিতা প্রদান করছেন। তার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে সকলের কাছে আশির্বাদ কামনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে তুলেন। উল্লেখ্য রাখাল কুমার গোপ কিডনী সংশ্লিষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে শারজাহ আল জাহেরা এনএমসি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply