মতিউর রহমান মুন্না :: এবার জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন ও ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা কন্ঠে আসছে নতুন গান। গানটির শিরোনাম ‘পাগল’।
গানটি সবার ভালো লাগবে বলে আশাবাদী বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই সংগীত শিল্পী।
গানটি লিখেছেন শফিক তুহিন ও বৈরাগী বকুল।
লায়লার সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শফিক তুহিন।
গানটির সংগীত আয়োজন করেছেন রাফি। গানটিতে থাকছে একটি র্যাপ পার্টের অংশ। যাতে কণ্ঠ দিয়েছেন দেশি এম সি।
আগামী ফেব্রুয়ারি মাসে গানটি প্রকাশ করবে অনুপম মিউজিক।
গানটির কথা হচ্ছে ‘পাগল আছে অট্টালিকায়, পাগল আছে গাছতলায়, একটা পাগল আলাভোলা, আরেক পাগল নাক গলায়।
গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘একটি ভিন্ন ধাঁচের কথা ও সুর নিয়ে গানটি সাজিয়েছি। গানের কথাগুলো অনেক সুন্দর। গানের একটি পার্টে থাকছে র্যাপ। এ ছাড়া এই গানে লায়লা অনেক ভালো গেয়েছেন।
নতুন এ প্রসঙ্গে সুলতানা ইয়াসমিন লায়লা বলেন- জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন আংকেলের সঙ্গে এই প্রথম ডুয়েট গান করেছি। আশাকরি গানটি সবার ভালো লাগবে।
বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী লায়লা আরো বলেন, খুব শীঘ্রই তার কন্ঠে আসছে প্রায় ১৫ টি নতুন মৌলিক গান।
Leave a Reply