নবীগঞ্জ সংবাদদাতা::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি ও মিড ডে মিল্ক কর্মসূটির আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশিকা অনুযায়ী গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশের সার্বিক সহযোগিতায় মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। শুরুতেই শিক্ষার্থীরা শহীদ পরিবারকে ফুল দিয়ে বরণ করেন । সালাম জানান।
সাক্ষাতকার গ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা। অত্যান্ত চমৎকারভাবে শিক্ষার্থীরা প্রশ্ন উপস্থাপন করেন। উক্ত সাক্ষাৎকার অনুষ্টানে আমন্ত্রিত অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়রে প্রজাতপুর গ্রামের মুক্তিযুদ্ধে শহীদ সান উল্লার পুত্র দৈনিক সিলেটের ডাক,প্রতিদিনের বানী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রাকিল হোসেন ও বক্তারপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ এর স্ত্রী সাজেদা মজিদ।
পরে মিড ডে মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়।
Leave a Reply