নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::ইনাতগঞ্জ এলাকায় চলমান লোডশেডিং এখন যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৫-৬ ঘন্টার বেশি বিদ্যুৎ মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর। কোন পূর্বঘোষণা ছাড়াই এলোমেলোভাবে লোডশেডিং করা হচ্ছে, যেন দেখার কেউ নেই। এমনই ক্ষোভ স্থানীয়দের মধ্যে।
বাসিন্দাদের অভিযোগ, আগে ঝড়-বৃষ্টি বা তুফানের সময় লোডশেডিংয়ের অজুহাত শোনা যেত। কিন্তু এখন আবহাওয়া স্বাভাবিক থাকা সত্ত্বেও প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বৃহস্পতিবার রাতভর বিদ্যুৎ না থাকার পর শুক্রবারও সারাদিনে মাত্র ২-৩ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেছে। রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানান ভুক্তভোগীরা।
অসহনীয় গরমে শিশু ও বৃদ্ধরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে, টিউবওয়েলে মোটর চালিয়ে পানি তোলা সম্ভব হচ্ছে না। গৃহিণীরা রান্নাবান্নার কাজে চরম ভোগান্তিতে পড়ছেন।
এলাকার ব্যবসায়ীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ করে আগেভাগেই বাড়ি ফিরতে হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এ বিষয়ে জানতে ইনাতগঞ্জ জোনাল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোনে কল দেওয়া হলেও সারাক্ষণ ‘বিজি’ টোন শোনা গেছে। ফলে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।
ইনাতগঞ্জ জোনাল অফিসের আওতাধীন জনসাধারণ দ্রুত লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি চান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply