-
- জাতীয়
- ইনাতগঞ্জে শিশু সারজিদ হত্যাকান্ড।। এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট টাইম : October, 16, 2024, 2:46 am
- 19 বার
সংবাদদাতা:নবীগঞ্জে নৌকা বাইচ দেখানোর কথা বলে অপহরণের ৪ দিন পর মর্মান্তিক খুনের শিকার ইনাতগঞ্জ উমরপুর গ্রামের আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা আল আমিনের পুত্র সারজিদ নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে পুরুষের পাশাপাশি নারীরাও উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ পূর্ব বাজার আলীগঞ্জে এ মানবব্ধন অনুষ্টিত হয়। বক্তারা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অপহরণের ৪ দিন পর গত শুক্রবার সন্ধায় স্থানীয় উমরপুর গ্রামের উত্তরে একটি ফিসারীর নিকটে ধান ক্ষেত থেকে সারজিদের মরদেহ উদ্ধার করে জগন্নাথপুর থানার পুলিশ।
পরদিন শনিবার মরদেহ ময়না তদন্ত শেষে ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীর পাড় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে গ্রাম্য কবর স্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৭ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে জনি (২৫) ও বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৫) ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) যোগে নৌকা বাইছ দেখানো কথা বলে শিশু সারজিদসহ চার শিশুকে নিয়ে যায়। পরে নৌকা বাইছ দেখা শেষে জনি ও সোহাগ একই স্থানে সারজিদের সাথী তিন শিশুকে গাড়ি থেকে নামিয়ে দেন। তবে শিশু সারজিদ ও অভিযুক্ত ছালিম উদ্দিন আর ফিরে আসেনি।
ঘটনার পরদিন সারজিদের বাবা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত জনি ও সোহাগকে স্থানীয় আলীগঞ্জ বাজারে তাঁর ছেলের বিষয় জানতে চাইলে, তারা কোন উত্তর দেননি। এ ব্যাপারে শিশু সারজিদের পিতা আল আমিন জগন্নাথপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply