নিজস্ব সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সুমন রায়ের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্টান মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স এ দোকান কর্মচারী শিপন দাশ(৩০) কর্তৃক হামলার নিরঞ্জন রায়(৫৫) নিহত হওয়ার ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ বাহুবলের সার্কেল সহকারী পুলিশ সুপার মো: পারভেজ আলম চৌধুরী।
এ সময় তার সাথে ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমরান আহমদ। এাড়াও উপস্থিত ছিলেন দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,ইনাতগঞ্জ বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক দিলবার হোসেন,দোকান মালিক সুমন রায়সহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সহকারী পুলিশ সুপার মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স এ সংঘটিত হামলার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে আসামী শিপন দাশকে গ্রেফতারের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য ইনাতগঞ্জের পার্শ্ববর্তী পাঁইলগাঁও ইউনিয়নের আলিপুর গ্রামের সুমন রায়ের মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স নামে ইনাতগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে ২৫ জুন সোমবার রাত ১১টার দিকে দোকান কর্মচারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাশিপুর গ্রামের প্রতেন্ড দাশের ছেলে শিপন দাশ(৩০) এর দাড়ালো অস্ত্রের হামলায় আহত হন জগন্নাথপুর উপজেলার মেঘেরকান্দি গ্রামের মাখন দাশের পুত্র দিলিপ দাশ(২৫) ও নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত রাধানাথ এর পুত্র দোকান ম্যানেজার নিরঞ্জন রায়(৫৫)।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত মঙ্গলবার নিরঞ্জন রায় মৃত্যুর কুলে ডলে পড়েন। অপর আহত দিলিপ রায় শংকামুক্ত।
Leave a Reply