-
- জাতীয়
- ইনাতগঞ্জ সোনালী ব্যাংকে কর্মকর্তা কর্মচারী কর্তৃক যুবলীগের সেক্রেটারি অবরোদ্ধ।। লিখিত অভিযোগ দায়ের
- আপডেট টাইম : February, 5, 2020, 7:06 pm
- 365 বার
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী কর্তৃক ইনাতগঞ্জ শাখা যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমেদকে ব্যাংকে অবরোদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জামাল আহমেদ সুমন তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য ব্যাবস্থাপনা পরিচালক ও হবিগঞ্জ ডিজিএম বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছন।
লিখিত অভিযোগে জামাল আহমেদ সুমন উল্লেখ করেন,সম্পতি তিনি সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখা থেকে বিনা জামানতে ৫০ হাজার টাকা ঋন উত্তোলন করেন। গত সোমবার তিনি মাসিক কিস্তি দিতে ব্যাংকে যান। জমা দিয়ে রশিদও গ্রহণ করেন।
এক পর্যায়ে ম্যানেজার ইব্রাহিম খলিল বলেন,আগামী মাসে কিস্তির টাকা পরিশোধ করবেন কিনা আমি নিশ্চিত হতে পারছিনা। তিনি জামালকে সাদা চেকের পাতায় সই দিতে বলেন। জামাল অপারগতা প্রকাশ করলে তিনি ও সহকারী ম্যানেজার উত্তম দাশ জামাল আহমেদ এর হাত থেকে তার চেক বই ছিনিয়ে নিয়ে দুই পাতা ছিড়ে নেন।
এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্য বাকবিতন্ডার সৃষ্টি হলে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আনসার সদস্য ছুটে এসে জামাল আহমেদ সুমনকে অবরোদ্ধ করে রেখে পুলিশে দিবার হুমকি দেন।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন ম্যানেজার ইব্রাহিম খলিলের নির্দেশে সহকারী ম্যানেজার উত্তম রায় ও আনসার সদস্য হামিদুর তার উপর হাত তুলার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা কলাপশিবল গেইট তালাবদ্ধ করে তাকে অবরোদ্ধ করে রাখেন। পরে তিনি একজন গ্রাহকের সহযোগিতায় ব্যাংক থেকে বেরিয়ে আসেন।
এ ব্যাপারে জামাল আহমেদ সুমন বলেন,আমার সাথে ম্যানেজার ইব্রাহিম খলিলসহ ষ্টাফরা এমন আচরন করবে ভাবতে পারিনি। তিনি সুষ্টু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন বলেন,এ ধরনের ঘটনা দুঃ খজনক। তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
ম্যানেজার ইব্রাহিম খলিল বলেন,এ ধরনের ঘটনা ঘটেনি। সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply