রাজধানীতে আট হাজার পিস ইয়াবা চালানের সময় বাবা-মা ও দুই ছেলেসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাদের আটক করে র্যাব-২।
আটককৃতরা হলেন, আব্দুল আজিজ (৬৬), নীলুফার ওরফে নীরা বেগম (৫৫), সারওয়ার কামাল (৩২), এনামুল হক নয়ন (৩২), সুমন (৩২) ও রতন (২৫)।
র্যাব- ২-এর এএসপি (মিডিয়া) ইয়াসির আরাফাতের ভাষ্য, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে পান্থপথের হোটেল ওলিও ড্রীম হ্যাভেনে ইয়াবার চালান আসবে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অবস্থান নেয় র্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলটির ১০ তলার ১০৪ নং কক্ষে ইয়াবা হস্তান্তরের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদির ধরে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply