উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃউপজেলা পর্যায়ে বাস্তবায়িত  ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার ৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে।

নবীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার বিদুৎ দাশের সভাপতিত্ব এতে মুখ্য আলোচক ছিলেন,জেলা সমাজসেবা উপর পরিচালক মোঃ রাশেদুজ্জামান।  বিশেষ আলোচক ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা অফিসার জালাল উদ্দীন।  বক্তব্য রাখেন, সনাতন সমাজ কল্যান সংস্থার সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সজলু মিয়া,মানিক লাল আচার্য,মাহাবুব রহমান,রুকিয়া বেগম। উপস্থিত ছিলেন,মোঃ শেখ ফরাজ,কাজল মিয়া, ছন্দা রায়,কৃপেশ চন্দ্র গোপ,রাজু দাশ,আভা রানী দাশ,তাজুল মিয়া,রাজিয়া বেগম,দীপ্তি রানী দাশ হিফাজুর রহমান,ইউনুছ আলী,শাহ আমজাদ আলী প্রমূখ।
 মুখ্য আলোচক বলেন, ১৯৭৪ সাল থেকে সমাজসেবা অফিস বর্তমানে ৫৪ টি প্রকল্প নিয়ে কাজ করে দেশে ক্ষুদ্র ঋনের মাধ্যমে এবং সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দারিদ্র বিমোচনে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যোক উপজেলা রোগী কলঢান সমিতিসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে যা সাধারণ মানুষ জানেনই না। তাই সমাজসেবা অফিসের মাধ্যমে সকল সরকারী সেবার  ব্যাপারে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতা ও  গ্রামের দলনেতাদের মাধ্যমে সাধারন মানুষকে তার অবগত কনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা