-
- জাতীয়
- এমপি মিলাদ গাজী পুত্রসহ করোনায় আক্রান্ত
- আপডেট টাইম : April, 3, 2021, 3:42 pm
- 320 বার
উত্তম কুমার পাল হিমেল : হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আগামী ৪ ও ৫ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশননের যোগদানের জন্য গতকাল শনিবার তিনি শারিরিক স্বাস্থ্য পরীক্ষা করালে রিপোর্টে করোনা আক্রান্ত পজেটিভ আসে।
সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজীর দ্রুত সুস্থতার জন্য হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবলবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন তিনি।
বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশন আছেন। এছাড়া সংসদ সদস্য মিলাদ গাজী পুত্র গাজী মোহাম্মদ ফাওয়াজ ও করোনায় আক্রান্ত বলে পারিবারিক সুত্রে জানাগেছে।
উল্লেখ্য মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজী তার নির্বাচনী এলাকায় উন্নয়নমুলক কাজ নিয়ে ব্যস্থ সময় কাটানোর কারনে শারিরিকভাবে অনকেটা অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply