কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণের এজাহারভুক্ত ৬নং আসামী মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে কানাইঘাট থানাপুলিশ। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় গত সোমবার রাত ১১টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় একদল পুলিশ জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন পাকিবিল গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গণধর্ষণ মামলার আসামী এসমি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মাহফুজুর রহমান মাসুম (২৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মাহফুজুর রহমানকে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কানাইঘাট থানা থেকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। সেখান থেকে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, শাহপরাণ থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাল বুধবার আদালতে সোপর্দের মাধ্যমে তার পুলিশ রিমান্ড চাওয়া হবে।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমানের বাড়ি কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামে। তার পিতা সালিক আহমদ একজন সরকারি চাকুরিজীবি।
জানা যায়, ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের পর থেকে পলাতক ছিল মাহফুজুর রহমান। তাকে গ্রেফতার করতে কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে পুলিশের একাধিক টিম থানার বিভিন্ন এলাকা সহ সিলেটের অন্যান্য এলাকায় টানা অভিযান চালিয়ে আসার পাশাপাশি সে যাতে করে কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে যেতে না পারে এজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গৃহবধূ ধর্ষণ মামলার ৬নং আসামী মাহফুজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply