রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’
তিনি বলেন, ‘সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না।’
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে আসা ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে জানা যায়, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইতিমধ্যে ওই তরুণীর স্বামীর করা মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি সাইফুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply