নবীন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন, আলোচনা সভা, মিষ্টি বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সিকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী -৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, চট্টগ্রাম ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. নেছার উদ্দিন আহমেদ (পিপিএম), নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ.বি.এম জাফর উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার।
অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply