এসটিভি ডেস্ক::মাসব্যাপী সিয়াম সাধনার শেষেই শাওয়ালের ‘বাঁকা চাঁদ’ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদ।এটা সত্যিই এক মহা আনন্দের মহাউৎসব।এই উৎসব দিবসটি খুশি ও কল্যাণের সওগাত নিয়ে ফিরে আসে।দীর্ঘ এক মাস রোজা আমাদের নিয়মমাফিক চলা ও পরিমিত খাদ্য গ্রহণ করার ফলে জীবনাচরণের একটি ইতিবাচক পরিবর্তন সূচিত হয়।
পবিত্র ঈদুল ীপতর উপলক্ষে এসটিভি অনলাইন টুয়ান্টি ফোর ডট কম এর সকল পাঠক,লেখত,বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ দেশ বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
ব্যাবস্থাপনা পরিচালক।
Leave a Reply