সুনামগঞ্জ প্রতিনিধি::জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি স্বরূপ মেমরি অব দ্যা ওয়াল্ড-এ স্থান পাওয়ায় জেলা আওয়ামীলীগ আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিষ্ট্যার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আলহাজ¦ রইছ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, এডভোকেট শফিকুল আলম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান,
এডভোকেট নান্টু রায়, দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, সাবেক শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিক উজ¦ল প্রমুখ। আলোচনা শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী আবুল হোসেন মিলনায়তন থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবুল হোসেন মিলনায়তনে গিয়ে সমাপ্ত হয়।
Leave a Reply