ওসমানীনগর সংবাদদাতা ::সিলেটের ওসমানীনগরে কালবৈশাখী ঝড়ে সাবিয়া বেগম (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছেন।তিনি তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির সোনাপুর গ্রামের খালিছ মিয়ার স্ত্রী। ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির দশহাল গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিহত হন তিনি।
জানা যায়- শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝ ড় চলাকালীন সময়ে নির্মাণাধীন ঘরের টিন উড়ে গিয়ে গলা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে ঝড়ে ওসমানীনগর উপজেলার বিভিন্ন জায়গায় শত শত গাছ উপড়ে পড়ে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে হিসাব এখনও নির্ধারণ করা যায়নি।
Leave a Reply