ওসমানীনগর প্রতিনিধি:ওসমানীনগরে সিএনজি চালিত একটি অটোরিক্সা গাড়ি চুরি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম বুরুঙ্গা সঞ্জিব মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ি মালিক মো. ইসহাক আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের ওয়াব উল্লার ছেলে মো. ইসহাক আলী(৫৫) তার নিজস্ব সিএনজি চালিত অটোরিক্সা গাড়িটি (সিলেট-থ-১১-৫২৩৭) পশ্চিম বুরুঙ্গা সঞ্জিব মার্কেটের পাশে রেখে শুক্রবারের নামাজ পড়তে পশ্চিম বুরুঙ্গা জামে মসজিদে যান। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান নির্ধারিত স্থানে রাখা গাড়িটি নেই। স্থানীয়দের ধারণা গাড়ি চোর চক্র নামাজ চলাকালীন সময়ের কোন এক সময় গাড়িটি নিয়ে যায়।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, গাড়িটি উদ্ধারের জন্য আমরা কাজ করছি।
Leave a Reply