ওসমানীনগর(সিলেট)সংবাদদাতা::সিলেটের ওসমানীনগরে প্রায় ১৫ পাউন্ট কারেন্ট জাল ও একটি বস্তা জাল আটক করা হয়েছে। যাহার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৮ উপলক্ষে ফরমালিন বিরোধী ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে রবিবার (২২ জুলাই) দুপুর ২টায় ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কালাসাড়া হাওরে এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫ পাউন্ট কারেন্ট জাল ও একটি বস্তা জাল আটক করেন তিনি ।
উক্ত অভিযান কালে গনদাবী পরিষদ ওসমানীনগর শাখার সভাপতি শেখ ফয়ছল আহমদ ,অর্থ সম্পাদক শাহিন চৌধুরী ,সদস্য সৈয়দ মাহবুব আলী ,স্থানীয় সাংবাদিক ও দপ্তরের কর্মচারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আটকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গনে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে । এ সময় মৎস্য কর্মকর্তা জানান এলাকায় অবৈধ জাল সহ ফরমালিন বিরুধী অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply