ডেস্ক রিপোর্ট:: করোনাভাইরাসে যুক্তরাজ্য আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৫ দিনে যুক্তরাজ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
জানা গেছে আজ রোববার ভোরে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যান। তিনি গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা মীরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দেশে থাকা আত্বীয় স্বজনরা করোনাভাইরাসের কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। তিনি দুই বিয়ে করেন। দেশে তাঁর এক স্ত্রী রয়েছেন।
এর আগে গত ১ এপ্রিল জগন্নাথপুর গ্রামের এক শিল্পপতির একমাত্র ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান।এছাড়াও উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আরেক বাসিন্দা সম্প্রতি করোনাভাইরাসে যুক্তরাজ্য মারা যান।(জগন্নাথপুর টুয়ান্টি ফোর ডট কম)।
Leave a Reply