কানাইঘাট প্রতিনিধি ঃ নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসাধারণের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে সংক্রীয় রয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে জনসাধারণকে সচেতন করে যাচ্ছেন। গতকাল শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান মুমিন চৌধুরী কানাইঘাট বাজার পরিদর্শন করে সরকারী আদেশ মেনে দোকান পাঠ বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি জনসাধারণকে দুরত্ব বজায় রেখে চলাফেরা এবং অযথা বাড়ি থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি সবাই করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে কাজ করে যাচ্ছেন। এর মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য গুরুত্ব দেন এবং সরকারী ভাবে অসহায় দুস্থ জনগণকে সহায়তার জন্য সকল বরাদ্দ উপজেলা পর্যায়ে সুষ্ঠু ভাবে পৌঁছে দেয়ার আশ^াস প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা সেবুল আহমদ, কৃষকলীগ নেতা আলী হোসেন জনী প্রমুখ।
Leave a Reply