কানাইঘাট প্রতিনিধি:: প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস থেকে নিজেদের জীবন রক্ষা করার জন্য সরকারী সবধরনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। সরকারী নির্দেশনা বাস্তবায়নে দিনরাত কানাইঘাটের মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কিছুটা অসুস্থ নির্বাহী কর্মকর্তা বারিউল করিম বলেন, কানাইঘাটবাসী অত্যন্ত সচেতন এবং সরকারী নির্দেশনা মেনে চলছেন। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা ছড়িয়ে পড়ছে, বাড়ছে মৃত্যুর ঘটনা। এ প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই আরো সচেতন হতে হবে। লকডাউন মানতে হবে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ যেনো ঘর থেকে বের না হন এবং হাট-বাজারে কেনাকাটা করে দ্রুত বাড়িতে ফিরে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান এবং সরকারী নির্দেশনা মেনে বিকেল ৫টার পর ফার্মেসী ব্যতীত সবধরনের দোকানপাট বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান করেন। তিনি আরো বলেন, কানাইঘাটে মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা, থানা পুলিশ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক মহল সচেতনতা মূলক কার্যক্রমে তৎপর রয়েছেন। সরকারী খাদ্য সামগ্রী সুষ্ঠু ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে পৌঁছে দেয়ার জন্য জনপ্রতিনিধিদের প্রতি তিনি নির্দেশনা দেন। সেই সাথে নির্বাহী কর্মকর্তা ধর্মপ্রাণ কানাইঘাটবাসীকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই দুর্যোগ মুহুর্তে মসজিদে ৫ ওয়াক্ত নামাজে ৫ জন এবং জুমআর নামাজে ১০জন মসজিদে নামাজ পড়তে বলেন এবং সবাইকে ঘরে নামাজ পড়ার আহ্বানও করেন তিনি। করোনা ভাইরাস নিয়ে আতকিংত না হয়ে তার উপসর্গ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে সে ধরনের ব্যবস্থাও রয়েছে বলে সবাইকে আশ^স্থ করেন তিনি।
Leave a Reply