নাজমুল ইসলাম :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে দোকান ঘরের মালামাল।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে বিবিয়ানা মার্কেটের রিসতা ফুড ডিলার মোহাম্মদ আলীর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুনের ধোঁয়া ও পুড়া গন্ধ পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয় লোকজন। এতে করো আহত হওয়া কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য,ইনাতগঞ্জ কাজীগঞ্জ বাজার এলাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিন্ত প্রায় ১৫ কিলোমিটার দুর নবীগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিস আসার আগেই সব কিছু শেষ হয়ে যায়। এলাকাবাসী ইনাতগঞ্জে ফায়ার ষ্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply