কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাট থানা পুলিশ ২টি ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত আশফাক (৩৫) কে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সুুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নের মিয়াগুল গ্রামের সোবহান মিয়ার পুত্র ডাকাত আশফাককে গত রবিবার বিকেল ২টার দিকে গর্দনাকান্দি গ্রামে তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন থানার এএসআই সুভাশীষ সহ এক দল পুলিশ।
জানা যায় ডাকাত আশফাক এলাকার ২টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২টি ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিল সে।
স্থানীয়রা জানিয়েছে ঝিংগাবাড়ী হাওর এলাকায় বার্বুচি জামাল আহমদ হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ছিল ডাকাত আশফাক। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বার্বুচি জামাল হত্যার চাঞ্চল্লকর তথ্য বেরিয়ে আসবে।
Leave a Reply