কানাইঘাট প্রতিনিধি::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে ‘প্রধান’ উপাধি পাওয়া সিলেটের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উক্ত সংগঠনের সিলেট জেলার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জমির উদ্দিন প্রধান আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ জমির উদ্দিন প্রধান কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বৎসর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জমির উদ্দিন প্রধানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনীর পেশার মানুষ তাকে দেখতে যান।বৃহস্পতিবার বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা পূর্ব বর্ষীয়ান রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় জমির উদ্দিন প্রধানের বর্নাঢ্য
Leave a Reply