কানাইঘাটের বীরমুক্তিযোদ্ধা বাবুলকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট বড়চতুল ইউপির দূর্গাপুর গ্রাম নিবাসী সমাজসেবী আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান বাবুলকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় হারাতৈল জামে মসজিদ প্রাঙ্গনে একটি সালিশ বৈঠকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বীরমুক্তিযোদ্ধা হাজী আতাউর রহমান বাবুল। পরে তাকে চতুল বাজারের একটি ফার্মেসীতে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বাদ আসর আতাউর রহমানের জানাযার নামাজ তার নিজ গ্রাম দূর্গাপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযায় অসংখ্য লোকজন শরীক হক। পরে তাকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান বাবুল এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তিনি চতুল বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ীও ছিলেন। এছাড়া দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তিনি। তার পিতা মৃত তৈয়ব আলী বড়চতুল ইউপির একসময় চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সমাজসেবী বীরমুক্তিযোদ্ধা হাজী আতাউর রহমান বাবুলের মৃৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা সুবেদার আফতার উদ্দিন, বড়চতুল ইউপি বিএনপির সাবেক সভাপতি হাজী আলমাছ উদ্দিন চৌধুরী মেম্বার, বর্তমান সভাপতি আব্দুন নূর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইউপি সদস্য সেলিম চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা