কানাইঘাট প্রতিনিধি ::সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কানাইঘাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় বৃহত্তর গাছবাড়ী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গাছবাড়ী বাজারে আয়োজিত আনন্দ মিছিলে দলের শত শত নেতাকর্মী অংশ গ্রহন করেন। মিছিল পরবর্তী পূর্ববাজারে উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা সায়েম আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ’লীগ নেতা নাজিম উদ্দিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতির সম্পাদক শাহরিয়ার বক্ত সাজু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুর রহমান, আ’লীগ নেতা বাবুল রানা, বিজিৎ চন্দ্র, বাহার উদ্দিন, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, সাদিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ রাজু, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, অহিদুল ইসলাম প্রমুখ। আনন্দ মিছিল পরবর্তী পথ সভায় বক্তারা বলেন, শফিউল আলম চৌধুরী নাদেল সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক প্রিয় মুখ। সততা ও নিষ্ঠার সাথে তিনি ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আন্দোলন ও সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সব সময় অবিচল ছিলেন। দলের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের দূর্দিনের কান্ডারী যুব ও ক্রীড়া সংগঠক সিলেটের দলের নেতাকর্মীদের প্রিয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেলকে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। সেই সাথে তারা বলেন, শফিউল আলম চৌধুরী নাদেলের সুযোগ্য নেতৃত্বে সিলেট আওয়ামী পরিবারের বন্ধন আরো দৃঢ় ও সারাদেশে দলের কার্যক্রম আরো শক্তিশালী হবে।
Leave a Reply