কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আওয়ামীলীগ সমর্থিত নব-নির্বাচিত সাংসদ বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার নির্বাচনের দিন ও পরবর্তী সহিংসতায় বিরোধী জোটের নেতাকর্মীদের হাতে আহত আ’লীগের কয়েক জন নেতাকর্মীকে দেখতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
এসময় তাঁর সাথে ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি লোকামান আহমদ, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নব নির্বাচিত সাংসদ হাফিজ মজুমদার নির্বাচনী সহিংসতায় আহত দলীয় নেতাকর্মীদের শান্তনা প্রদান করে বলেন, আ’লীগের পক্ষ থেকে আপনাদের জন্য সব কিছু করা হবে। তিনি সবাইকে সহিংসতা পরিহার করে কানাইঘাটে সোহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পরে তিনি কানাইঘাট বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply