কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিশোর জাহাঙ্গীর
আলমের খোঁজ পায়নি তার পরিবার। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করেছেন
নিখোঁজের বড় ভাই দিঘীরপাড় পূর্ব ইউপির মাছুগ্রামের আব্দুল করিমের পুত্র আবু
সুফিয়ান। থানার জিডি নং-৮৮৩, তারিখ- ১৭/০৯/২০২০ইং। জিডি সূত্রে জানা যায়,
গত ১১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর আলম (১৪) নিজ বাড়ি থেকে কোথায় চলে
যায়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা আশপাশ এলাকা, আত্মীয়
স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে জাহাঙ্গীর আলমের কোন সন্ধান পান
নি। নিখোঁজ জাহাঙ্গীরের ভাই আবু সুফিয়ান তার ভাইকে খোঁজে পেতে সকলের
সহযোগিতা কামনা করেছেন। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি জাহাঙ্গীর আলমের সন্ধান
পেয়ে থাকেন তবে ০১৭১০-৯০২২৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
Leave a Reply