কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটে কবরস্থানের পাশ থেকে ঝুলন্ত রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আলমগীর (২২) নামে এক রিক্সা চালকের গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ কবরস্থান থেকে গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। রিক্সা চালককে হত্যা করে লাশ কবরস্থানের একটি গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে কি না অথবা সে আত্মহত্যা করেছে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির তিনচটি নয়া গ্রামের আবুল হুসেনের ছেলে রিক্সা চালক আলমগীর গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সে তার নিজ বাড়ীতে রাতের খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শুক্রবার সকালে আলমগীরের মা-বাবা তার ঘরের দরজা খোলা দেখেন এবং তাকে ঘরে না পাওয়ায় খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে মা কুলসুমা বেগম তাদের পাশর্^বর্তী নিজ দর্জিমাটি গ্রামের কবরস্থানের পূর্বপাশে একটি গাছের সাথে আলমগীরকে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সাড়ে ১২টার দিকে থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে রিক্সা চালক আলমগীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আলমগীরের বাবা দরিদ্র রিক্সা চালক আবুল হোসেন জানান, তার ছেলের সাথে কারো শত্রুতা নেই। সে কেন আত্মহত্যা করেছে এ ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেন নি। লাশ উদ্ধারকারী সেকেন্ড অফিসার এস.আই স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আলমগীর আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply