কানাইঘাট প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ উদ্যেগে পৌর শহরে সমবায় দিবসের বর্ণাঢ্য র্যালী পরবর্তী বিআরডি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক এবং সমবায়ী সমশের আলমের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকীর, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দিঘীরপাড় ইউপি’র চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজমুল হক, কানাইঘাট বাজার বণিক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমবায়ী নিজাম উদ্দিন, সানরাইজ বহুমুখী সমবায় সমিতির সদস্য আমিনুর রহমান চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় দেশ সেরা বহুমুখী সমবায় সমিতি হিসেবে জাতীয় পর্যায়ে পুরষ্কৃত হওয়ায় সানরাইজ বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সমবায়ী ফজরুল ইসলাম, আজাদুর রহমান, আজির উদ্দিন রায়হান, আব্বাস উদ্দিন, হেলাল আহমদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলমাছ উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, লোভা কোয়ারী পাথর শ্রমিক সমবায় সমিতি’র সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি আজির উদ্দিন রায়হান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি’র বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা শেষে এবারের দেশ সেরা নির্বাচিত, সানরাইজ বহুমূখী সমবায় সমিতি’কে ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।
Leave a Reply