কানাইঘাট প্রতিনিধিঃ“সোনার বাংলায় মুজিব বর্ষে – সমাজ কল্যাণ এগিয়ে চলে” এই স্লোগান সামনে নিয়ে কানাইঘাট উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা সদরে এক র্যালী বের করা হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর সভাপতিত্বে ও ইদ্রিস আলী সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কারিগরী প্রশিক্ষক বশির আহমদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল প্রমুখ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী সমাজসেবা অফিসের কার্যক্রমের বিভিন্ন তথ্য ও সরকারের উন্নয়নের নানাদিক তুলে ধরেন। এদিকে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতামুলক এক র্যালী পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। একইদিন সোয়া ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply