কানাইঘাট প্রতিনিধি:গতকাল বুধবার সকালে ভারতের উজান থেকে নেমে আসা আকর্ষিক পাহাড়ী ঢলের সাথে প্রচুর পরিমান গাছ-পালা কানাইঘাটের লোভা নদীর ¯্রােত নেমে আসার পর ভাসমান গাছ ধরতে গিয়ে পানির তুড়ে ভেসে গিয়ে প্রবাস যাত্রী হারুন রশিদ (২৫) নামে এক তরুন নিখোঁজের খবর পাওয়া গেছে। এছাড়া লোভা ও সুরমা নদীর তীব্র ¯্রােতে গাছ ধরতে গিয়ে মোহাম্মদ আলী (২০) ৮ বছরের শিশু রেজওয়ান আহত সহ প্রায় অর্ধশতাধিক নৌকা পানির তুড়ে ভেছে গেছে। জানা যায় গতকাল বুধবার ভোর থেকে ভারতের উজান থেকে লোভা নদীতে তীব্র ¯্রােত নেমে আসে। পানির ¯্রােতের সাথে ভারত থেকে প্রচুর পরিমান ছোট বড় গাছ-পালা, লাকড়ী নেমে আসলে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ও পশ্চিম ইউপির অসংখ্য মানুষ লোভা নদীতে গাছ ও লাকড়ী ধরতে নেমে পড়েন। সকাল ৭টার দিকে স্থানীয় উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের সৈয়দ হোসেনের পুত্র হারুন রশিদ (২৫) মরা আমরী নামক স্থানে তীব্র ¯্রােতের মধ্যে গাছ ধরতে লোভা নদীতে নামলে পানির তোড়ে সে নিখোঁজ হয়। রাত ১০টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হারুন রশিদের স্বজনরা কান্না জড়িত কণ্ঠে জানিয়েছেন সে আগামী ৬ মে সৌদি আরবে যাবার কথা ছিল। লোভা ও সুরমা নদীর অনেক স্থানে খোঁজেও নিখোঁজ হারুন রশিদের তারা কোন সন্ধান পাননি। এছাড়া গাছ, লাকড়ী ধরতে গিয়ে লক্ষীপ্রসাদ কুকুবাড়ী গ্রামের আহমদ আলীর পুত্র মোহাম্মদ আলী (২০) ও দক্ষিন লক্ষীপ্রসাদ গ্রামের নাজিম উদ্দিনের ৮ বছরের শিশুপত্র রেজওয়ান আহত হলে তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা আকর্ষিক পাহাড়ী ঢলের কারনে লোভা ও সুরমা নদীতে ঢল নেমে আসায় নদীর চরের সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া মঙ্গলবার রাত ও বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বারি বর্ষনের সাথে কাল-বৈশাখী ঝড়ের খবর পাওয়া গেছে। ঘুর্ণিঝড়ে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নিহালপুর, লোভাছড়া বাগান এলাকা সহ বিভিন্ন জায়গায় অসংখ্য আধা কাঁচা পাকা বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি সাধন ও কয়েক হাজার গাছ-পালা ভেঙ্গে গিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
Leave a Reply