কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়ন অফিস হলরুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়। উক্ত অনুষ্টানে ইউপি আওয়ামীলীগের সভাপতি মখদ্দুস আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুন নুরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মো: আব্দুল মন্নান, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: আবুল হারিছ, ইউপি আওয়ামীলগের যুগ্ন সম্পাদক ইউপি সদস্য রইছ উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিনের অনুষ্টান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করে মোনাজাত পরিচালনা করেন রহিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শরীফ উদ্দিন।
Leave a Reply