কানাইঘাট প্রতিনিধি::কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জনকে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে হাঁস মোরগ ও সবজিবীজ বিতরণ করা হয়। মঙ্গলবার বিকাল ২টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন কমপ্লেক্সে আমার বাড়ি আমার খামার ও সমাজ সেবা অফিস কানাইঘাটের সহযোগিতায় চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির। এছাড়াও উপস্থিত ছিলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী চৌধুরী মোঃ মনজুর মোমিন, সুপারভাইজার কামরুল আলম, সাংবাদিক শাহীন আহমদ, মাঠ সহকারী রঞ্জিত রাম দাস প্রমূখ।
অনুষ্ঠান শেষে এই ১০ জনকে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতির সদস্য করা হয়।
Leave a Reply