কানাইঘাট প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব টেকাতে কানাইঘাটে প্রশাসনের অভিযান আরো জোরদার করা হয়েছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা-ঘাটে এবং বাজারে অবাদ চলাফেরা করছে তাদেরকে ঘরমুখি করার জন্য আজ শনিবার সারাদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো মিজবাহ উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট বাজার সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে দিন ব্যাপী অভিযান চালিয়ে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক তৎপরতা চালান। এ সময় তারা সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দিষ্ট সময়ের পর খাদ্য সামগ্রীর দোকানপাঠ বন্ধ এবং সার্বিক বিষয়ে ব্যাপক তৎপরতা চালান। এছাড়া জনসমাগম এড়াতে কানাইঘাট পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের একাধিক চেকপোষ্ট বসানো হয়। জানা গেছে গত কয়েকদিনে সরকারি নির্দেশনা অমান্য করায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানা জানান এখন থেকে অতি প্রয়োজন ছাড়া কেউ লগডাউন অমান্য করলে আমরা আরো কঠোর হব। সরকারি নির্দেশনা আমাদের সবাইকে মানতে হবে। বুঝতে হবে সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমাদের জীবন রক্ষা করার জন্য এসব নির্দেশনা জারি করা হয়েছে
Leave a Reply