কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নৌকা,লাঙ্গল, ধানের শীষের প্রার্থীরা নির্বাচনী প্রচারনা ও সভা সমাবেশ এবং গণসংযোগ জোরদার করেছেন। আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুক ও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ¦ সেলিম উদ্দিন তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রতিদিন কানাইঘাটের বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় এবং স্বস্ব প্রতীকের সমর্থনে ভোট দেওয়ার জন্য সভা সমাবেশ করে যাচ্ছেন। প্রচারনার দিক থেকে বর্তমানে আ’লীগ ও জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন। গত ৩ দিনে ধানের শীষের প্রচারনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বিএনপি নেতা আব্দুন নুর, কামাল উদ্দিন মেম্বার, খেলাফত মজলিস নেতা ছাব্বির আহমদ মেম্বার, ছাত্রদল নেতা ছাইদুল আলম মাসুমকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করায় এবং ধানের শীষের সমর্থক বিএনপি ও সহযোগি সংগঠনের অনেক নেতা কর্মীদের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী হানা দেওয়ায় গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা প্রচারনায় বের হতে না পারায় প্রচারনার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী। গতকাল রবিবার আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজ মজুমদার দিনব্যাপী কানাইঘাটের রাজাগঞ্জ বাজার, নয়া বাজার, ফালজুর, মুকিগঞ্জ বাজার, ব্রম্মণগ্রাম খেয়াঘাট, মানিকগঞ্জ বাজার ও গাছবাড়ী এলাকায় কয়েকটি নির্বাচনী সমাবেশ ও পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তার সাথে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা আলাদা টিম গঠন করে নৌকার পক্ষে প্রচারনা করেন। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সেলিম উদ্দিন এমপি কানাইঘাটে গতকাল রবিবার উপজেলার মাছুখাল বাজার, বড়দেশ বাজার, ভাটিধিহি, ছত্রপুর, ইটখলা বাজার, কানাইঘাট খেয়াঘাট বাস্ট্যান্ড এলাকায় লাঙ্গল মার্কার সমর্থনে গণসংযোগ ও কয়েকটি নির্বাচনী সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন। একই দিনে ধানের শীষের প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুকের সমর্থনে দলীয় নেতা কর্মীরা কানাইঘাটের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও ধানের শীষের সমর্থনে গত শনিবার কানাইঘাট বাজার ও রাজাগঞ্জ বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মাওঃ ওবায়দুল্লাহ ফারুকসহ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ।
Leave a Reply