কানাইঘাট প্রতিনিধিঃকানাইঘাটে থানা পুলিশ ৬০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ রহিম উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে। সুরইঘাট সড়কের গড়াখাই ব্রিজের পাশে মাদক কেনা বেচার সময় তাকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম’র নির্দেশে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের বিত্তিতে এসআই রাম চন্দ্র দেব, এএসআই বিকাশ চন্দ্র সরকার ও মোশাহিদ আলী সহ একদল পুলিশ গত বুধবার রাত ১২টার দিকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালীনগর গ্রামের আব্দুল করিমের পুত্র। অভিযানের সময় রহিম উদ্দিনের সাথে থাকা তার আরেক সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় এসআই রাম চন্দ্র দেব বাদী হয়ে কানাইঘাট থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রহিম উদ্দিন সহ আরো একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এসআই রাম চন্দ্র দেব বলেন আটক হওয়া মাদকের মধ্যে ৭৫০ মিলি ও ৩৫০ মিলি অফিসার্স চয়েস মদ রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে। গ্রেফতারের বষিয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
Leave a Reply