কানাইঘাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি::কানাইঘাট উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির এক সভা গত ৩০ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা অডোটুরিয়ামে দিনভর অনুষ্ঠিত হয়। জানা গেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নির্দেশ ও বিজ্ঞপ্তি মোতাবেক কানাইঘাট উপজেলায় (জামুকার) অনুমোদন ব্যতীত যে সব বেসামরিক গেজেট প্রকাশিত হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে বেসামারিক গেজেট যাচাই-বাছাই কার্যক্রমের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা ও যেসব মুক্তিযোদ্ধা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে (জামুকার) প্রতিনিধি যাচাই-বাছাই কমিটির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির সচিব সুমন্ত ব্যানার্জি, কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধ জেমস লিও ফারগুশন নানকা, বীর মুক্তিযোদ্ধ সুবেদার আফতাব উদ্দিন। এছাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক নেতৃবৃন্দ সহ অনেক বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৪৭ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই-বাছাই কমিটির সচিব সুমন্ত ব্যানার্জি জানান (জামুকার) বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা উপজেলার ৪৭জন মুক্তিযোদ্ধার কাগজপত্র নির্বিড় ভাবে যাচাই-বাছাই করেছি। ২/১দিনের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা