কানাইঘাটে মুজিববর্ষের অনুষ্ঠানমালার উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালার শুভ সূচনা করা হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেল ৫টায় প্রশাসন চত্বরে বর্ণাঢ্য আয়োজনে মুজিব বর্ষের ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও মুজিব বর্ষের তাৎপর্য তোলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল,সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার, কানাইঘাটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা আনওয়ারুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগে উপ-প্রচার সম্পাদক মীর আব্দুল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন। বক্তব্য রাখেন, মাস্টার শামীম আহমদ, মাস্টার নিহার রঞ্জন বর্ধন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, কানাইঘাট সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। ক্ষণগণনা যন্ত্র উদ্বোধনের পর বড় পর্দায় ক্ষণগণনার জাতীয় কর্মসূচী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন অনুষ্ঠানস্থলে সরাসরি দেখানো হয়। জাতির পিতার শত জন্ম বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শতঃস্ফুর্ত ভাবে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা