কানাইঘাটে মুজিব নগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি:১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর দিবসের তাৎপর্য তোলে ধরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসিকান্ত হাজংয়ের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান। বক্তব্য রাখেন পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, পল্লীবিদ্যুতের ডিজিএম শাহিন রেজা ফরাজী, থানার সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজওয়ান এইচ মিনু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তোলে ধরে বলেন ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানী হানাদারবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য নিরস্ত্র মানুষের উপর যখন গণহত্যায় মেতে উঠে ঠিক সেই মূর্হুতে বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে যুদ্ধকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বৈদ্যনাথতলার আ¤্রকাননে প্রথম বাংলাদেশ সরকারের শপথ গ্রহন করা হয়েছিল। যা মুক্তিযোদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন ছিল। নতুন প্রজন্মের সামনে মুজিব নগরের ঐতিহাসিক ঘটনা প্রবাহ তোলে ধরে দেশ কে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা