কানাইঘাটে সুরমা নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙ্গন পরিদর্শনে পাউবো’র কর্মকর্তা

কানাইঘাট প্রতিনিধি::কানাইঘাট দক্ষিণ বাজারের সুরমা নদীর প্রতিরক্ষা বাঁধে দারুল উলূম মাদ্রাসার সম্মুখ সহ আশপাশে হঠাৎ করে ভয়াবহ নদী ভাঙ্গনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল সরকার গতকাল বুধবার ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছেন। সুরমা নদীর প্রতিরক্ষা বাধে গত শুক্রবার থেকে দারুল উলূম মাদ্রাসার সম্মুখ সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ী ঘরে মারাত্মক ভাঙ্গনের বিষয়টি পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সহ সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। এছাড়া ভাঙ্গনের সংবাদ সিলেটের সকল স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে গুরুত্ব সহকারে প্রকাশিত হলে পাউবো’র পক্ষ থেকে উপ-সহকারী প্রকৌশলী রুবেল সরকার ভাঙ্গন কবলিত এলাকা গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির সহ দারুল উলূম মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের পর স্থানীয় সাংবাদিকদের সিলেট পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রুবেল সরকার জানান তিনি সুরমা নদীর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাধে ভাঙ্গনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যত দ্রুত সম্ভব ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গন দিন দিন বাড়ছে। দ্রুত পদক্ষেপ গ্রহন করা না হলে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীনের পাশাপাশি সুরমা ডাইকের পাকা সড়ক সহ ঐতিহ্যবাহী দারুল উলূম মাদ্রাসা ভাঙ্গনের ঝুকির মধ্যে পড়বে। তিনি ভাঙ্গনের বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার সহ পাউবোর সিলেটে অফিসের কর্মকর্তাদের অবহিত করেছেন। এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য ব্যবসায়ী সহ মাদ্রাসা কর্তৃপক্ষ ও সচেতন মহল সরকারের কাছে দাবী জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন ভাঙ্গনের পশ্চিম অংশ জুড়ে সব সময় জলবদ্ধতা সৃষ্টির পাশাপাশি পানি নিষ্কাশন বন্ধ থাকার কারণে ভাঙ্গনে উৎপত্তি হতে পারে বলে অনেকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা