কানাইঘাটে ২৯ জন হোম কোয়ারেন্টাইনে -১২জনের নমুনা সংগ্রহ

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই দিনে করোনা সন্দেহে আরো ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে আজ রবিবার ১ দিনে সর্বোচ্চ ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন, করোনা সংক্রমণের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত আমরা ৪৭ জনের নমুনা সংগ্র করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠিয়েছি। তার মধ্যে ১৫ জনের রিপোর্ট আমরা পেয়েছি তাতে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ, অন্যদের এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। মোট ২৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের সার্বিক চিকিৎসা সহ তদারকি আমরা করে যাচ্ছি। তিনি বলেন, শনিবার ৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ রবিবার ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, করোনা সন্দেহে নমুনা সংগ্রহকারীদের মধ্যে ঢাকা, গাজীপুর, বরিশাল, মৌলভীবাজার, হবিগঞ্জ ফেরত বেশ কয়েকজন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা